নিজের সাথে কথা বলা : জেনে নিন সেল্ফ এফার্মেশনের উপকারিতা
'সেল্ফ এফার্মেশন' বা 'পজিটিভ সেল্ফটক' মানে কী? আমরা সারাক্ষণ ভেতরে ভেতরে নিজের সাথে কথা বলে চলি। নিজের সাথে নিজের এই কথোপকথন কেই স্ব-কথোপকথন বা সেল্ফটক বলে। আমাদের ব্যক্তিত্ব, বিশ্বাস, নৈতিকতা ও পরিবেশ এই স্ব-কথোপকথন কে প্রভাবিত করে। এই সেল্ফটক দু ধরণের হতে পারে - পজিটিভ ও নেগেটিভ। আজ আমাদের আলোচনার বিষয় পজিটিভ সেল্ফ টক বা ইতিবাচক স্ব-কথোপকথন। অধিকাংশ সময়ে যেহেতু এই স্ব-কথোপকথন গুলি সত:স্ফুর্ত ও অসচেতন অবস্থায় চলতে থাকে, তাই এর উপরে আমাদের খুব একটা নিয়ন্ত্রণ থাকে না। প্রকৃতিগত ভাবে যেহেতু আমাদের মন সহজেই নেতিবাচক চিন্তা ভাবনায় প্রভাবিত হয়, তাই অসচেতন ভাবে চলতে থাকা অভ্যন্তরীণ এই আলাপচারীতা বেশিরভাগ ক্ষেত্রে নেগেটিভ হওয়াটা ই স্বাভাবিক। ফলে, কোনো কাজ করার আগে বা কোনো ঘটনা ঘটার আগেই আমরা অহেতুক ভয় পেতে শুরু করি, আত্মবিশ্বাস কম হতে শুরু করে, মনে বিভ্রান্তি ছড়িয়ে পরে, দুশ্চিন্তা ও হতাশা ছড়িয়ে পরে জীবনে। এটা প্রায় আমাদের সবার সমস্যা। এই অবস্থা থেকে বেড়িয়ে আসার উপায় একটাই - মনের এই নেতিবাচকতা কে চ্যালেঞ্জ জানানো। স্বভাবে ভীরু এই মনকে বারেবারে আশ্বস্ত করা - তুমি পারবে। আর এট...