নিজের মনকে জানতে --- পর্ব দুই
কিভাবে মানসিক চাপ এড়িয়ে চলবো?
জীবনে কিছুটা পরিমাণ মানসিক চাপ থাকা ভালো। যেমন ধরুণ কোনো পরীক্ষা বা ইন্টারভিউ এর আগে কিছুটা মানসিক চাপ থাকা স্বাভাবিক। এতে আমরা ফোকাসড থাকি, প্রস্তুতি নিতে সুবিধা হয়। সুতরাং, সব ক্ষেত্রে মানসিক চাপ এড়িয়ে চলার প্রয়োজণ নেই। কিন্তু ছোটো ছোটো দৈনন্দিন কারণে বা প্রায় বিনা কারণে যদি আপনি অহেতুক স্ট্রেসড ফীল করতে শুরু করেন, তাহলে এটা মোটেও ভালো লক্ষণ নয়। সেই ক্ষেত্রে এই ধরণের মানসিক চাপ কাটানোর জন্য আপনাকে অবশ্যই কিছু পদক্ষেপ নিতে হবে —
☆ সবচেয়ে প্রথমে, নিজেকে পারফেক্ট ভাবা বন্ধ করুন। আমরা কেউ পারফেক্ট নই। দোষ ত্রুটি সবারই আছে। অন্যেরা যা বলছে সব ভুল, আর আপনি সবসময় ঠিক এমন ভাবনা থেকে বেড়িয়ে আসুন।
☆ অন্যেদের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করুন।
☆ প্রত্যাশা কম করুন। মনে রাখবেন এই পৃথিবীতে কেউ আপনার প্রত্যাশা পুরণ করতে আসেনি। কাউকে কারেক্ট করতে বা পরিবর্তন করার চেষ্টা করবেন না। নিজের দিকে ফোকাস করুন। নিজের দোষ ত্রুটি খুঁজে সেগুলি শোধরানোর চেষ্টা করুন।
☆ জীবনে বাস্তব সম্মত এবং ছোটো ছোটো টার্গেট সেট করুন। যেগুলি আপনি সহজে অর্জন করতে পারবেন। সুযোগ পেলেই নতুন নতুন জিনিস শিখতে থাকুন। শেখার আগেই " শিখে কী লাভ!" এমন ভাবনা ভাববেন না।
☆ লাইফে খুব বেশী সিরিয়াস হওয়ার প্রয়োজন নেই। হাসি পেলে হাসুন , কান্না পেলে কাঁদুন। জীবণ কে খেলার মতো দেখুন। প্রতিটা ম্যাচে আপনি না ও জিততে পারেন, তাই বলে কি খেলবেন না!??
☆ নিয়মিত শরীরচর্চা ও মেডিটেশন মানসিক চাপ কমাতে সাহায্য করে। 6 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করবেন।
☆ মানসিক চাপ কাটাতে মনের ভাবনা গুলিকে রাতে শুতে যাওয়ার আগে কাগজে লিখে ফেলুন। যা কিছু মনে আসছে সব। চাপ কেটে যাবে, ভালো ঘুম হবে। রোজ রাতে করবেন।
● যদি কোনো কারণে মানসিক স্ট্রেস বাড়াবাড়ির পর্যায়ে পৌছে যায়, আপনি যদি ভাবনাগুলিকে কিছুতেই কাটাতে না পারেন, তাহলে একটা কাজ করবেন। হাত মুঠো করে, বাইসেপ এর মাংস পেশী গুলিকে সমস্ত শক্তি দিয়ে প্রসারিত করুন এবং এই শক্ত অবস্থা টা কিছুক্ষণ ধরে থাকুন, যতক্ষণে পেশীতে ব্যথা না শুরু হচ্ছে। তারপরে , হাতের মুঠো খুলে, মাংস পেশী গুলিকে রিলাক্স করে দিন। এবার গভীর ভাবে 10 বার দীর্ঘ শ্বাস নিন। ধীরে ধীরে মুখ দিয়ে শ্বাস ছাড়ুন। উদ্বেগ কমে যাবে। তাৎক্ষণিক ভাবে উপকার পাবেন।
● ডার্ক চকোলেট খেতে পরেন। স্ট্রেস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। ভিটামিন সি এবং ম্যাগনিশিয়াম সমৃদ্ধ খাবার স্ট্রেস জনিত কুফল থেকে শরীর কে রক্ষা করে। সুযোগ পেলেই সব ছেড়ে ছুড়ে বছরে অন্তত এক বার বেরিয়ে পরুন। ট্রাভেল ব্যাগ রেডি রাখবেন সবসময়। 😊
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন