নিয়মিত পড়াশোনা করেও পড়া মনে রাখতে পারছো না? জেনে নাও কিছু সুপার হ্যাক
Image by - pixabay পড়া বিষয় গুলিকে মনে রাখার প্রাথমিক শর্ত হলো মনোযোগ ও রেগুলারিটি । এর কোনো বিকল্প নেই। তারপরেও দেখা গেছে, অনেকেই নিয়মিত পড়াশোনা করেও পড়া বিষয় বস্তু ঠিক ঠাক মনে রাখতে পারে না। সবার মনে রাখার ক্ষমতা ( মেমরী ) সমান নয় , এটা ঘটনা। আমাদের অনেকের মধ্যেই এমন ধারণা রয়েছে , যে , মনে রাখার ক্ষমতা নির্ভর করে brain বা মস্তিস্কের উপরে । আমরা মনে করি, প্রত্যেকের মস্তিস্কের ক্ষমতা ভিন্ন হওয়া য় স্মৃতি শক্তি বা মেমরী ক্যাপাসিটিও ব্যাক্তি বিশেষে আলাদা হয়। কিন্তু মজার ব্যাপার হলো , জন্ম সূত্রে আমাদের প্রত্যেকের মস্তিস্ক ও তার কার্য ক্ষমতা একই রকমের, তাতে কোনো ভিন্নতা নেই। বায়োলজিক্যালি তোমার ব্রেইন আর ক্লাসের সব চেয়ে মেধাবী ছেলেটির ব্রেইন এক ই, তফাৎ টা শুধু ফাংশনালিটি বা কার্যপ্রণালী তে। কোনো কিছু মনে রাখার যে প্রসেস ( record , retain and retrieve ) তাতে দুজনের ব্রেইন দুই রকম ভাবে রেসপন্স করে। এই ফারাক টা হয় মূলত "ব্রেন ট্রেনিং" এর বিভিন্নতা র কারণে। সঠিক এবং বিজ্ঞান সম্মত (ট্যাকনিকস) উপায়ে মস্তিস্কের এই কার্যপ্রনালীকে উন্নততর করা সম্ভব। আম...