অনিদ্রা দূর করার সাতটি কার্যকরী উপায়

 অনিয়মিত বা অপরিমিত ঘুম কেই অনিদ্রা  বা Insomnia  বলা হয়। এমন কেউ নেই যে  জীবনে একবার ও এই সমস্যার সম্মুখীন হন নি। অনেকে এতে দীর্ঘদিন কষ্ট পান। এটা ক্রনিক আকার ধারণ করে। তখন এই  অপর্যাপ্ত বা অপরিমিত ঘুমের কারণে দেখা দেয় নানা শারীরিক ও মানসিক  সমস্যা। সঠিক স্বাস্থ্য রক্ষায় পর্যাপ্ত ঘুমের বিকল্প নেই। আজ  আলোচনা করবো Insomnia বা অনিদ্রা কেন হয়? এবং অনিদ্রা দূর করার প্রাকৃতিক উপায় কি সেবিষয়ে । খুঁজে দেখবো এর স্থায়ী সমাধান কী হতে পারে ।


Sleep deprivaton or Insomnia natural remedies


রাতে ঘুম না আসার কারণ:

ঘুম কমে যাওয়ার বা একেবারেই ঘুম না হওয়ার নানা কারন থাকতে পারে, ব্যক্তি বিশেষে কারন গুলিও ভিন্ন হয়। এক নজরে দেখে নেওয়া যাক ঠিক কোন কোন কারণে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে --


মানসিক দুশ্চিন্তা , উৎকণ্ঠা বা অন্য কোনো ক্রণিক স্ট্রেস এগুলির জন্য ঘুম কমে যেতে পারে। ক্রনিক ডিপ্রেসন  এ আক্রান্ত ব্যক্তি অনিদ্রা বা Insomnia র শিকার হয় সহজেই।


মেডিক্যাল ইস্যু :

COPD , হার্টের অসুখ , আর্থ্রাইটিস বা অন্য কোনো  ক্রনিক পেইন, থাইরয়েড এর সমস্যা বা অন্য কোনো শারীরিক সমস্যার জন্য।


অলস জীবন যাপন :

 লক্ষ্যহীন জীবণ, আলস্য ও কর্ম বিমুখতা অনিদ্রা র কারণ হতে পারে ।


ভুল খাদ্যাভ্যাস :

অনিয়মিত ও অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণ। এতে হজম শক্তির ব্যাঘাত ঘটে, দেহের ওজন ও বেড়ে যায় । খাবার সঠিক ভাবে হজম না হওয়া এবং ওজন বেড়ে যাওয়া বা স্থূলত্ব দুই ই পর্যাপ্ত পরিমাণ ঘুমের অন্তরায়। 


কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া :

নির্দিষ্ট কিছু অশুধের প্রভাবে ও ঘুম কমে যেতে পারে । সেরকম কিছু সন্দেহ হলে অবশ্যই তোমার চিকিৎসকের সাথে কথা বলো।


নেশা দ্রব্যে আসক্তি :

অতিরিক্ত পরিমাণ চা , কফি খাওয়ার অভ্যাস। নিকোটিন ও alcohol এর মাত্রাতিরিক্ত ব্যবহার, রিক্রিয়েশনাল ড্রাগ । এগুলি অনিদ্রা বা insomnia র অন্যতম কারন।


পারিপার্শ্বিক কারন : 

কিছু পারিপার্শ্বিক কারণেও ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। যেমন বাড়িতে কোনো অসুস্থ রোগী বা বাচ্চা থাকলে, ' জেট লেগ ', বেডরুমের পরিবেশ ইত্যাদি ও ঘুমের উপর প্রভাব ফেলে। 


☆ সিত্জোফ্রেনিয়া ও বাই পোলার ডিসঅর্ডার এর মতো জটিল রোগে ও ঘুম কমে যাওয়া বা অনিদ্রা হতে পারে। 


আমি যদি কোনো কারণে অনিদ্রা বা insomnia য় ভুগি তাহলে কি আমাকে ঘুমের ওষুধ খেতে হবে?তাহলে, অনিদ্রা থেকে মুক্তির উপায় কী??   ভালো খবর এটাই সবাইকে অশুধ খেয়ে insomnia কে কন্ট্রোল করতে হয় না। ঘুমের ওষুধ খেয়ে ঘুমানো কোনো স্থায়ী সমাধান নয়। জীবণশৈলীতে কিছু পরিবর্তন ও সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে এই সমস্যা থেকে রেহাই পাওয়া সম্ভব।


অনিদ্রা দূর করার  কার্যকরী উপায় ( প্রতিকার ) :


🔷️ শরীর চর্চা :


নিয়মিত শরীরচর্চার কোনো বিকল্প নেই। নিয়মিত শরীরচর্চা করলে দেহে রক্ত প্রবাহ বাড়ে, মাসল গুলি রিলাক্স হয়, স্নায়ু শান্ত থাকে , ডোপামিন  হরমোনের মাত্রা বাড়ায় , যা  দেহ-মনে প্রশান্তি এনে দেয়। অন্ততপক্ষে রোজ 30 মিনিট ব্যায়াম জরুরী। জিম এই যেতে হবে তার কোনো মানে নেই। দৌড়ানো , জোড়ে হাঁটা , সাতার কাটা বা যেকোনো রকমের আউটডোর গেমস চলতে পারে যেখানে শারীরিক কসরত জরুরী। এক্টিভ থাকতে হবে। নিজেকে ব্যাস্ত রাখো পছন্দের কাজে। 


🔷️ ডিহাইড্রেশন থেকে বাঁচুন :


ডিহাইড্রেশনের হাত থেকে বাঁচতে প্রচুর জল খেতে হবে। পর্যাপ্ত জলপান  ডিটক্সিফিকেশন এ সাহায্য করে ও ঘুমের সহায়ক।


🔷️ ঘুমের রুটিন মেনে চলুন :



রোজ নির্দিষ্ট সময়ে শুতে যাওয়া ও ঘুম থেকে উঠার অভ্যাস  জরুরী । রুটিন মেনে চলতে হবে। রাতের খাবার যেন হালকা ও সহজপাচ্য হয়। আট টার মধ্যে ডিনার শেষ করো।


🔷️ বেডরুমের পরিবেশ :


ঘুমের অনুকূল হতে হবে। দিনে ঘুমানো বা nap নেয়া ছাড়তে হবে। ঘুমের নির্দিষ্ট সময়ের 2 ঘন্টা আগেই টিভি , মোবাইল এর ব্যবহার কমিয়ে ফেল , পারলে বন্ধ করে দাও। ঘরের আলোর পরিমাণ কমিয়ে ফেল। ঘুমের জন্য আমাদের শরীর মেলাটনিন হরমোন সিক্রেট করে, অতিরিক্ত আলো  বা মোবাইল এর 'স্ক্রিন লাইট' এতে বাধা দেয়।


🔷️ ঘুমে ব্যাঘাত সৃস্টিকারী পদার্থ নিয়ন্ত্রণ করুন : 


অতিরিক্ত কেফেইন, নিকোটিন ও alcohol সেবন বন্ধ করতে হবে।


🔷️ মনের সঠিক যত্ন নিন :


শরীরের মতো মনের ও যত্ন নিতে হবে। ধ্যান ও প্রাণায়াম এক্ষেত্রে বিশেষ কার্যকরী। নি:সার্থ সেবা, সহিষ্ণুতা ও ক্ষমা এই 3 টি বিশেষ গুন মনে শান্তি এনে দেয়। এগুলি প্র্যাকটিস করো।


🔷️ অনিদ্রা দূর করতে প্রাকৃতিক ভেষজ ও সাপ্লিমেন্টস : 

● অশ্বগন্ধা , ব্রাম্হি ও  শঙখপুশ্পী - এই তিনটি ভেষজ অনিদ্রা দূর করতে উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারে। আযুর্বেদে এর বিস্তারিত বিবরণ রয়েছে। আধুনিক গবেষণায় ও এই ভেষজ উপাদান গুলির কার্যকারিতা প্রমাণিত হয়েছে।

● লেভেন্ডার অয়েল বা পিপারমিন্ট অয়েল দিয়ে হালকা মাসাজ শরীর-মনকে রিলাক্স করে ও ঘুমাতে সাহায্য করে।

● গরম জলে স্নান  ভালো ঘুমের সহায়ক।

● Melatonin supplements :

 আমরা আগেই জেনেছি মেলাটনিন হরমোন ঘুমের প্রধান কারিগর। ভালো খবর এটাই যে, এখন বাজারে বিভিন্ন ভালো ব্র্যান্ড এর মেলাটনিন সাপ্লিমেন্ট পাওয়া যায়, যেগুলি একশ শতাংশ প্রাকৃতিক এবং এর কোনো সাইড এফেক্ট নেই।

● আয়ুর্বেদিক পঞ্চকর্মা , নস্য  , শিরোধারা, অভ্যয়াঙ্গম  ইত্যাদি অনিদ্রা দূর করতে  বিশেষ কার্যকরী। 



কী ধরণের খাবার খেলে অনিদ্রা দূর হয়?


ভালো ঘুমের জন্য সেরা ৫টি খাবার -

 

● টার্ট চেরি জুস: 

টার্ট চেরি জুসে মেলাটোনিনের প্রাকৃতিক উত্স রয়েছে, একটি হরমোন যা ঘুম-জাগানোর চক্র নিয়ন্ত্রণ করে। শোবার আগে টার্ট চেরি জুস পান ঘুমের গুণমান এবং সময়কাল উন্নত করতে সাহায্য করতে পারে। 


● কিউই (Kiwi) : 

কিউই আরেকটি খাবার যাতে সেরোটোনিন এবং অ্যান্টিঅক্সিডেন্টের প্রাকৃতিক উত্স রয়েছে যা ঘুমের উন্নতিতে সাহায্য করতে পারে। শোবার আগে কিউই খাওয়া ঘুমের সূত্রপাত এবং সময়কাল উন্নত করতে সাহায্য করতে পারে। 


● বাদাম : 

বাদাম ম্যাগনেসিয়ামের একটি ভাল উৎস, যা পেশী শিথিলকরণ এবং ঘুমের গুণমান উন্নত করতে সাহায্য করতে পারে। ঘুমানোর আগে এক মুঠো বাদাম খেলে ঘুম ভালো হতে পারে। 


● চর্বিযুক্ত মাছ : 

চর্বিযুক্ত মাছ যেমন স্যামন, টুনা এবং ম্যাকেরেল ওমেগা -3 ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ডি সমৃদ্ধ, যা ঘুমের গুণমান উন্নত করার সাথে যুক্ত। সপ্তাহে কয়েকবার চর্বিযুক্ত মাছ খাওয়া ঘুমের উন্নতিতে সাহায্য করতে পারে। ওমেগা 3  আপনি ভেষজ উৎস থেকেও পেতে পারেন। রোজের খাবারে চিয়া সীড , আমন্ডস , সয় ইত্যাদি অন্তর্ভুক্ত করুন।


● কলা :

কলা ম্যাগনেসিয়াম এবং পটাসিয়ামের একটি ভাল উৎস, যা পেশী শিথিলকরণ এবং ঘুমের মান উন্নত করতে সাহায্য করতে পারে। শোবার আগে একটি কলা খেলে ঘুম ভালো হতে পারে।


উপরে দেয়া খাবারের তালিকা  দেখে যদি আপনি কিঞ্চিৎ হতাশ হয়ে পড়েন , মনে হতেই পারে অধিকাংশই ব্যায় বহুল ও সাহেবি খাবার, তবে আপনার জন্য রইলো একটি  সুস্বাদু , পুষ্টিকর ও দেশীয় খাবার - পান্তা ভাত!!

হ্যা, আপনি ঠিকই শুনেছেন, এই আপাত সাধারণ খাবার টি অসাধারণ পুষ্টি গুণে ভরপূর। বেশী ঠান্ডার সময় টুকু বাদ দিলে বছরভর অনায়াসেই খেতে পারেন। এটি আপনার হজম শক্তি বাড়ায়, রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণ করে, স্নায়ুকে শীতল রাখে, ইম্যুনিটি বাড়াতে সাহায্য করে এবং ভালো ঘুমের সহায়ক হতে পারে। পান্তা ভাত খেতে পারেন যেকোনো উপায়েই, কিন্তু যদি সুনিদ্রার কথাটি মাথায় রাখেন, তবে কার্যকরী ফল পেতে কলা ও আখের গুড় সহযোগে খাবেন। পান্তা ভাতের পুষ্টিকর  গুণাবলি সম্পর্কে  জানতে পড়ুন 👇


 পান্তা ভাতে বাজিমাত 










মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ডিপ্রেশন কে হালকা ভাবে নিয়ো না

চাকরি হারানোর ভয় কি আপনাকে রাত দিন তাড়া করে বেড়াচ্ছে?

2023 এ সুস্থ থাকতে ও অতিমারী থেকে বাঁচতে আজই শিখে নাও ডিপ ব্রীদিং