মনোযোগ বাড়ানোর 5 টি অব্যর্থ উপায়
আমরা যে কাজ ই করি না কেনো , তাতে সফল হতে গেলে একশ শতাংশ মনোযোগ প্রয়োজণ। কিন্তু মন যে বড়ো চঞ্চল! এক জায়গায় দাঁড়াতে ই চায় না। স্বামীজি বলেছিলেন , মন একটা "মাতাল এবং পাগল বানর" , বোঝো অবস্থা! সে তো কখনো স্থির থাকেই না। তাহলে? মনসংযোগের রাস্তা কি? কি করে ' কনসেনট্রশন পাওয়ার ' বাড়ানো যেতে পারে? বিশেষত যারা পড়াশোনা করছো , তোমাদের ভালো রেজাল্ট করতে গেলে মনোযোগ বাড়াতেই হবে। আজ আমরা জেনে নেবো কী করে সহজেই মনের অস্থিরতা দূর করা যায় ? লক্ষ্য করলে দেখবে দিনের বেশীরভাগ সময়ে আমাদের মন হয় ভবিষ্যতের চিন্তায় মগ্ন নইলে অতীতের কোনো দুঃখ/ কষ্টের স্মৃতি ধরে ঝুলে আছে। বর্তমানে স্থির থাকে না। আর মনোযোগের আসল ব্যাপারটা ই হচ্ছে মন কে বর্তমান সময়ে স্থির রাখা, এক্দম 'প্রেজেন্ট মোমেন্ট' যা কে বলে। তখন ই সফলতা আসবে যে কোনো কাজে, সে পড়াশোনা ই হোক, খেলাধূলা বা অন্য কিছু । স্মৃতি শক্তি বাড়ানোর ও প্রাথমিক শর্ত হলো মনোযোগ। 1. নিয়মিত শরীরচর্চা মনসংযোগ বাড়াতে সাহায্য করে : সুস্থ শরীরেই একটি সুস্থ মন থাকতে পারে । শরীরে কোনো বড়ো সমস্যা থাকলে মনসংযোগে অসুবিধা হয়। শরীরকে সুস্থ রাখতে নিয়মিত শরীরচ...