পোস্টগুলি

ফেব্রুয়ারী, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

শিশুর অতি চঞ্চলতা যখন দুশ্চিন্তার কারণ

ছবি
  কথায় আছে ' দুরন্ত শৈশব '! শিশুরা দুরন্ত , স্বভাবে চঞ্চল , এটাই তো স্বাভাবিক। বাড়ীর খুদেরা দিনভর দৌড় ঝাপ, হুটোপুটি করবে , আধো আধো কথা আর হাসির কলতানে বাড়ী মাতিয়ে রাখবে - আমরা তো এমন টা দেখেই অভ্যস্ত। কিন্তু যদি কোনো কারণে আপনার বাড়ীর বাচ্চার এই  চঞ্চলতা হয় লাগামহীন , এবং  এই অতিচঞ্চলতা র কারণে  যদি নিত্যদিন কোনো না কোনো দুর্ঘটনা ঘটে চলে এবং সে চোট আঘাতের শিকার হতে থাকে। স্বভাবে যদি হয় সে প্রচন্ড ভুলো মন ও অমনোযোগী। পড়াশোনা, খেলাধূলা, নাচ-গান  সব জায়গাতেই মনোযোগ দিতে ব্যর্থ হয় , পড়াশোনায় ক্রমশ পিছিয়ে পড়তে থাকে। সমবয়সী বন্ধুদের সাথে মেলা মেশা করতে অসুবিধা হয় , সময়ে সময়ে আচরণে হিংস্রতা দেখায়  , তাহলে আর দেরী না করে ওকে একবার শিশুরোগ বিশেষজ্ঞ বা মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া উচিৎ। হয়তো সে এডিএইচডি (ADHD) র শিকার। অনেক ক্ষেত্রে আমরা শিশুমনের স্বাভাবিক চঞ্চলতা র সাথে এডিএইচডি র লক্ষণ গুলি  কে গুলিয়ে ফেলি। এখানে আমরা আলোচনা করবো, এডিএইচডি কি? এডিএইচডি রোগের কারণ এবং    এডিএইচডি র লক্ষণ ও চিকিৎসা পদ্ধতি । এডিএইচডি কি? এডিএইচডি র পুরো নাম...